মিথিলা ‘ভাই-বোন ফোঁটা’র ছবি পোস্ট করে সমালোচনার জবাব দিলেন
মিথিলা ‘ভাই-বোন ফোঁটা’র ছবি পোস্ট করে সমালোচনার জবাব দিলেন

বৈচিত্র্য ডেস্ক:১৭ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের আলোচিত অভিনেত্রী ও মডেল মিথিলা মেয়ের বেশ কয়েকটি ছবির কোলাজ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, এটি আমার মেয়ের প্রথম ভাই-বোন ফোঁটা। সব ধরনের ধর্মীয় গোঁড়ামিকে না বলুন। পরস্পরকে শ্রদ্ধা করুন, উৎসব উদযাপন ও উপভোগ করুন। 'মুনাফিক', 'আপনি কি হিন্দু হয়ে গেছেন' এ ধরনের স্টুপিড মন্তব্য নিজেদের মধ্যে রাখুন!
এর আগে মিথিলা কালী পূজা ও দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছিলেন। সেখানে অনেকেই সমালোচনা করেছেন মিথিলার। একজন লিখেছিলেন, 'আপনি কি হিন্দু হয়ে গেছেন'। কড়াভাবেই তার জবাব দিলেন মিথিলা।
গত ৬ ডিসেম্বর কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।